স্বাদে-বিস্বাদে

১.
মেয়েটির জানলা উইন্ডো
আমার জানলার নাম নেই
বেপরোয়া একটা কণ্ঠি
হাওয়া বদলে দিল সামনে

২.
মেগাসিটি মেগাসিটি    ধান্দা
বাবাদের ওখানে কারবার
এখানেও ধূপ ওড়া সন্ধে
পাচার হয়ে যায় বারবার

৩.
এক্সট্রিমলি সরি বলে আসছি
ঢুকে পড়ি বন্ধুবৎসল
আর কোনো যোগ নেই, গুন নেই, বিয়োগও
এ শহর জানে শুধু ভাগফল

৪.
এখনও ঝকঝকে কার্পেট
ধুলো শুধু লেগে থাকে ছবিতে
ধোঁয়া হয়ে পেয়ালা উড়ত
কবিতা কি জুড়ে থাকে কবিতে!

৫.
মেহফিল আবারও জমছে
আলাপেতে বাজে না দ্রুত তাল
সম্পর্ক যেভাবে কেটে যায়
তার খোঁজ রাখে শুধু চাঁদিয়াল

৬.
ধর্ষণে ছয়লাপ আদালত
বিচারে বিচারে ঘেমো গন্ধ
একদিন মহাকাশ দেখবে
বস্ত্রতে ঢেকে রাখা অন্ধ




কার্যত

শুধু অন্ধকার জানে তোমার ঠিকানা
আমিও কি জানি না আলো নিভে গ্যাছে কবে!
ভাস্কর্য শুরু হয়ে যাওয়া নীরব পাঠ
নিযুক্ত রং শাড়ি দড়ি কাঠের সম্ভার
জিনিয়া বাগানের ভেতর সূর্যাস্তের সাধনা
নির্মাণ আর নির্মাণ হাওয়ায় পাঠিয়ে দেয়
অঞ্চল ল্যান্ডমার্ক সূচক

এতদিনে নিশ্চয়ই মধ্যলয়ে বজছে স্তুতি
মগ্ন ফ্রেমেরা আর কখনও এ তল্লাট ছোঁবে না




ইতিহাস

সিরাজের তরবারি
কাঠগোলা
জাহানকোষার কামানের
গল্প শোনানোর পর লোকটা বিড়ি ধরায়
গুগুল আসেনি তখনও, ডিজিটাল দিন
পিকনিক পিকনিক; চলো হাজারদুয়ারি
দুয়ার খোলা রাখে লোকটার ঘরনি

পিকনিক শেষে স্মৃতির বাসেরা ফিরে যায়
সমস্ত লুঠের পর কয়েকআনা নিয়ে লোকটা
বাড়ি ফেরে। বিড়ি ধরায়। ফেসবুক জমানায় তাঁকে
সিরাজ বলেই মনে হয়।




উপন্যাসের সুতো

ভ্রূণের সভ্যতা নিয়ে
মাথা ঘামাননি ব্ল্যাকহোলের গবেষক
ফর্টিলাইজার বিষয়ে সোনাদা পাঁচ স্টেশন পার করেও
লেকচার দিয়ে যান লোকালে
আমাদের ঘরে বাবা-মা আছেন
না থাকলেও ছবিতে বা মনে…
বিজ্ঞান পড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ আমাদের
আমরা গর্ত জানি, গর্তের ভেতর অন্ধকার জানি
অন্ধকারের আকর্ষণে ঠিক পৌঁছে যাই সভ্যতায়

সমাজে ট্রেন চলে, শিক্ষাপ্রতিষ্ঠান চলে, মানুষও চলে হেডলাইট জ্বালিয়ে




মোকাম

জ্বর এলে আমি আর সন্দেহ করি না কাউকে,

হাঁচি এলে দোষারোপ করি না প্রকৃতিকে

কাশি এলে আর ডাকি না ঠাকুর ঠাকুর

ব্যথা এলে বলি ওহ ফাক্‌ ওহ ফাক্‌

এ জীবন কেমিস্ট্রি থেকে মিস্ট্রি ল্যাবে পৌঁছে যায়
একা