প্রাতিস্বিক মননের দস্তাবেজ অশ্বমেধ

অশ্বমেধ ইজ়াইন; একটি মঞ্চ, যৌথতার। মূলত তাদের, যারা প্রতিনিয়ত সংযোগ মাধ্যমের বিভিন্ন শাখায় পরীক্ষাধর্মী অনুশীলনে রত। বিভিন্ন পরিসরের সেই সকল সৃজনশীল মানুষদের এই মঞ্চ স্বাগত জানায়। আরও বৃহৎ মঞ্চ গড়ে তোলার অভিপ্রায়ে।

‘অশ্বমেধ’ নামলিপি-প্রণবেশ মাইতি। সাইট ডিজাইন-মিডল-টোন।


অশ্বমেধ ইজ়াইন ‘নেট সংস্করণ’টি ব্যবহারকারীদের জন্য কয়েকটি তথ্য :

তথ্যগুলি জানানোর শুরুতেই, পৃথিবীব্যাপী আন্তর্জালের পাঠক/দর্শকদের স্বাগত জানাই।

www.ashvamedhezine.in নৈহাটি (উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ) স্থিত সাংস্কৃতিক সংগঠন ‘মিডল-টোন’-এর একটি প্রয়াস।

অশ্বমেধ ইজ়াইন সম্পূর্ণরূপে একটি যৌথ উদ্যোগ হলেও, দেশীয় আইন অনুযায়ী অশ্বমেধ ইজ়াইন-এর একক সম্পাদক প্রসূন মজুমদার এবং প্রকাশক মিডল-টোন (MIDDLE-TONE)।

অশ্বমেধ ইজ়াইন-এর নামলিপি বা লোগো, ডোমেইন সহ অন্যান্য প্রকাশিত তথ্য ‘মেধাস্বত্ব’ হিসাবে অশ্বমেধ ইজ়াইন-এর পক্ষে মিডল-টোন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রকাশনা বিষয়ক যে-কোনো বিজ্ঞাপন কেবল মাত্র ‘মিডল-টোন (বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা) কর্তৃক প্রকাশিত হবে। সুতরাং, কোথাও কোনো এর অপব্যবহার দৃষ্টিগোচর হলে, যা আইনানুগ নয়, মিডল-টোন তার যাবতীয় সম্পত্তির সংরক্ষণে প্রয়োজনে আইনি সহায়তা নিতে প্রস্তুত।


অনলাইন প্রকাশনা/সাময়িকী:

অশ্বমেধ ইজ়াইন একটি দ্বিভাষিক (বাই-লিঙ্গুয়াল) নেট-ভিত্তিক পত্রিকা। সাধারণত আমন্ত্রিত লেখা প্রকাশ করা হয়ে থাকে। গৃহীত নীতি অনুযায়ী অশ্বমেধ ইজ়াইন ত্রৈমাসিক হিসাবে প্রকাশিত হবে। সেই হিসেবে লেখক/লেখিকাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা আমাদের দায়িত্ব।

এবং যদি কোনো কারণবশত নির্বাচিত লেখা/নতুন সংখ্যা প্রকাশে বিলম্ব হয় সে তথ্যও লেখক/ লেখিকাদের সময় মতো জানানো আমাদের দায়িত্ব।

নিয়মিত বিভাগগুলিতে প্রকাশের ক্ষেত্রে নতুন লেখার পাশাপাশি বিষয়ের গুরুত্ব তথা প্রয়োজনে পূর্বপ্রকাশিত লেখাও প্রকাশ করা হবে। এক্ষেত্রে লেখক/লেখিকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে বা সৌজন্য সহ পূর্বসূত্র উল্লেখ করে প্রকাশ করা হবে।

যে-কোনো নিয়মিত বিভাগে প্রকাশিত নতুন লেখা প্রকাশনার নিয়মানুযায়ী অশ্বমেধ ইজ়াইন-এর পক্ষে মিডল-টোন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অতএব অশ্বমেধ ইজ়াইন-এ প্রকাশের (কমপক্ষে ছয় মাস) পর লেখক/লেখিকা অন্যত্র সে লেখা প্রকাশ করতে পারেন, যথাযথ সম্মতি নিয়ে।

অশ্বমেধ ইজ়াইন-এ প্রকাশিত লেখা যে কেউ তার ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ কিংবা সদস্য হিসাবে সাহিত্য/সংস্কৃতিমূলক যে-কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন। কেউ লেখক প্রদত্ত কোনো ‘কন্টেন্ট’ (লেখা বা অডিও/ভিডিও/ইমেজ) কপি করলে, সেক্ষেত্রে অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে।

দ্বিভাষিক অশ্বমেধ ইজ়াইন-এর আর্কাইভ ব্যবহার করে প্রকাশিত/পূর্বে প্রকাশিত লেখা সহজে খুঁজে পাবার জন্য সাইট সার্চবারে লেখকের নাম বাংলা/ইংরাজি হরফে লিখবার অনুরোধ করা হচ্ছে।

পাঠকের সুবিধার্থে অশ্বমেধ ইজ়াইন-এ প্রকাশিত লেখাগুলোয় কমেন্ট বক্স হিসেবে ফেসবুক প্লাগ-ইন ব্যবহার করা হয়েছে। যে-কোনো লেখার প্রেক্ষিতে কমেন্ট বক্সে অহেতুক যুক্তিহীন বা অপরের পক্ষে ক্ষতিকারক মন্তব্যর কারণে অশ্বমেধ ইজ়াইন-এর তরফে মিডল-টোন যে-কোনো পাঠক/ব্যবহারকারীকে প্রথমত সতর্ক করার পাশাপাশি দ্বিতীয়ত কোনো প্রকার কৈফিয়ত না দর্শিয়ে ব্যান অবধি করতে পারে।

অশ্বমেধ ইজ়াইন সাহিত্য ভিত্তিক হলেও, সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে লেখা প্রকাশে আগ্রহী। লেখক/লেখিকার মত প্রকাশের স্বাধীনতাকে যথাযথ মান্যতা দিতে আমাদের কোনো প্রকার কুণ্ঠা নেই। বিধিবদ্ধ সতর্কতা কেবল এটুকুই যে, আলোচনা/মত কেবল ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের মাধ্যম (আর্থ-সামাজিক রাজনৈতিক বা ধর্মীয়), সম্প্রদায়গত বিভেদ সৃষ্টিকারী/উসকানিমূলক হয়ে না রয়ে যায়।

পছন্দের ভিত্তিতে বা পাঠকের পড়া/দেখা প্রয়োজন বলে যা আমাদের মনে হয়/হবে, এমন পুরোনো লেখা/বিষয়কে নির্বাচিত করে ফ্যাক্সিমিলি (পিডিএফ) বা পুনঃপ্রকাশ (টাইপ) করার মাধ্যমে পাঠকের সামনে নিয়ে আসা অশ্বমেধ ইজ়াইন-এর একটি অন্যতম প্রয়াস।

অশ্বমেধ ইজ়াইন যেহেতু নির্দিষ্টভাবে সম্পাদক/সম্পাদনা সহযোগীদের দ্বারা নিয়ন্ত্রিত। তাই, যে কেউ তার পছন্দমতো লেখা-ছবি-অডিও-ভিডিও ইত্যাদি প্রকাশের স্বাধীনতা রাখে না।

মূলত আমন্ত্রিত লেখা প্রকাশিত হলেও, কেউ যদি তার লেখা প্রকাশের জন্য সম্পাদকীয় দপ্তরে পাঠানোর আগ্রহ রাখেন, সেক্ষেত্রে কেবলমাত্র ই-মেইলে প্রাপ্ত লেখা প্রকাশের জন্য বিবেচনা করা হবে।

লেখা পাঠানোর জন্য: editor@ashvamedhezine.in এই ই-মেইল ঠিকানাটি ব্যবহার করা যাবে।

অশ্বমেধ ইজ়াইন সাময়িকী নির্ভুল প্রকাশের কারণে মূলত নির্দিষ্ট বানানরীতি (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক প্রকাশিত আকাদেমি বানান অভিধান) অনুসরণ করে থাকে। তবে, ক্ষেত্রবিশেষে বানান লেখার ধরন/লেখকের মতামতকে গুরুত্ব দেওয়ার কারণে, ‘আকাদেমি বানান অভিধান’ সম্মত নাও হয়ে থাকতে পারে। ইংরাজি লেখার (প্রবন্ধ, গবেষণামূলক প্রবন্ধ) ক্ষেত্রে অশ্বমেধ ইজ়াইন APA style sheet-কে মান্যতা দিয়ে থাকে।

যথাযথ সাবধনতা অবলম্বনের পরেও যদি কোনো কারণবশত বানানে বিচ্যুতি থেকে গিয়েছে বলে কোনো পাঠকের মনে হয়, তিনি অবশ্যই তা জানাবেন।

পাঠকের কাছে কোনো কোনো লেখাকে আকর্ষণীয়/দৃষ্টিনন্দন করে উপস্থাপিত করার প্রয়োজনে, লেখক প্রদত্ত ইমেজ, অডিও, ভিডিও ব্যতিরেকে যেসব ইমেজ,অডিও, ভিডিও ব্যবহার করা হয়েছে/ হবে, প্রয়োজন অনুযায়ী, সে সবের সৌজন্য জানানো অশ্বমেধ ইজ়াইন-এর নীতিগত দায়। যেসব ক্ষেত্রে তা জানানো হয়নি/হবে না তা আন্তর্জালে প্রাপ্ত বিভিন্ন ‘ফ্রি ইমেজেস’ সাইট থেকে সংগ্রহ করা। যার কোনো ‘সত্ব’ ‘অশ্বমেধ ইজ়াইন’ বা মিডল-টোন কর্তৃক সংরক্ষিত নয়।

লেখার ধরন অনুযায়ী নিয়মিত বিভাগের পাশাপাশি নতুন বিভাগ যেমন সংযোজন হবার সম্ভাবনা রয়েছে, তেমনই সে সব বিভাগ যে নিয়মিত রূপে কার্যকরী থাকবে তাও নয়।

অশ্বমেধ ইজ়াইন-এর বিভিন্ন আপডেট পাঠককে জানানোর জন্য অশ্বমেধ ইজ়াইন-এর সাইটে যে পাঠক সাবস্ক্রাইব করছেন তার সঙ্গে নানা সময়ে ইমেইল, মেসেঞ্জার বা হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হবে।

পাঠক/ব্যবহারকারির প্রদত্ত তথ্য অশ্বমেধ ইজ়াইন অন্য কোনো কাজে ব্যবহার করবে না। এবং ‘গুগুল’ প্রদত্ত পলিসি অনুযায়ী তা সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে কোনো পাঠক/ ব্যবহারকারি যদি অশ্বমেধ ইজ়াইন-এর কোনো সংবাদ গ্রহণে অনিচ্ছুক হন, তিনি তার আপত্তি জানাতে পারেন।

ashvamedh

Pratishvik Mananer Dastabej ASHVAMEDH

ASHVAMEDH eZINE; a stage, of communion, basically those who are constantly engaged in experimental practice in various branches of communication. This stage welcomes all those creative people from different ranges with the intention of building a larger stage.

ASHVAMEDH calligraphy-Pranbesh Maiti. Site design-MIDDLE-TONE.


Informations to the users of the ASHVAMEDH eZINE

At the outset, we welcome readers and viewers of the World Wide Web.

www.ashvamedhezine.in an attempt at MIDDLE-TONE, a cultural organization based in Naihati (North 24 Parganas, West Bengal, India).

Although ASHVAMEDH eZINE is a purely joint venture, Prasun Majumder is the sole editor and MIDDLE-TONE is the sole Publisher of ASHVAMEDH eZINE under domestic law.

The title or logo of ASHVAMEDH eZINE, domain name and other published information are all rights reserved by MIDDLE-TONE in favor of ASHVAMEDH eZINE as ‘Intellectual Property’.

Any advertising related to the publication will only be published by MIDDLE-TONE (or by the person concerned). So, if someone’s misuse is seen somewhere, which is not legal, the MIDDLE-TONE is ready to take legal help if necessary to protect all his property.


Online Publication / Periodicals

Bi-lingual ASHVAMEDH eZINE is usually a field of invited writing. According to the adopted policy, ASHVAMEDH eZINE will be published quarterly. As such, it is our responsibility to maintain contact with the writers. And if for any reason there is a delay in publishing the ‘selected’ text/new issue, it is also our responsibility to inform the writers in time.

In addition to new writings to be published in regular categories, the importance of the subject as well as pre-published writings will also be published if necessary. In this case it will be published with proper permission from the author or the concerned person or by quoting the precedent with courtesy.

All rights reserved by MIDDLE-TONE in favor of ASHVAMEDH eZINE as per the rules of publication of ‘New Writings’ published in any regular section. Therefore, after the publication in ASHVAMEDH eZINE (at least six months), the author can publish the article elsewhere, with due consent.

Anyone can share the article published in ASHVAMEDH eZINE on his personal social account, page, group or any literary/cultural group as a member. If someone copies any ‘content’ (text or audio/video/image) provided by the author, then the source must be mentioned.

Enter the author’s name Bengali/English in the site search bar to easy search for new/old regular entry/published in ASHVAMEDH eZINE.

For the convenience of the reader, the Facebook plug-in has been used as a comment box in the articles published in ASHVAMEDH eZINE. The middle-tone on behalf of ASHVAMEDH eZINE may warn any reader/user in the first place as well as ban the second without any explanation due to unreasonable irrational or harmful comments in the comment box.

Although ASHVAMEDH eZINE is based on literature, he is interested in publishing writings on contemporary events. We have no qualms about giving due recognition to freedom of expression as an author. The statutory precaution is that discussion/ opinion is only a means of expressing personal grievances (socio-economic, political or religious), not communal/ provocative.

One of the attempt of ASHVAMEDH eZINE that selected part or the entire old text/ subject on the basis of preference or the reader needs to read /see (in form of PDF or in Word format) is brought to the attention of the readers.

ASHVAMEDH eZINE as specifically controlled by the editor/editing associates, therefore, no one has the freedom to publish the text-image-audio-video etc. of his choice. And even if the originally invited article is published, if anyone is interested in sending his/her article to the editorial office for publication, only the article received by e-mail will be considered for publication. To send text: editor@ashvamedhezine.in e-mail address can be used.

ASHVAMEDH eZINE periodicals follow a certain spelling style for Bengali (‘Academy Banan Abhidhan’ published by the Paschimbanga Bangla Academy), due to its accurate publication. However, due to the importance of the spelling type/ author’s opinion in certain cases, the ‘Academy Banan Abidhan’ may not have been agreed. In English, especially in reflecting article/research paper we accept ‘APA’ style sheet.

If, after due diligence, a reader feels that there is a spelling deviation for any reason, he must report it.

In order to present some of the text to the reader in an interesting/visually pleasing manner, it is the policy responsibility of ASHVAMEDH eZINE to provide all the images, audios, videos that have been/will be used in addition to the images, audios, videos provided by the author. In case of collection from various ‘free images’ sites available on the Internet, will not be reported. None of its ‘rights’ are protected by ASHVAMEDH eZINE or MIDDLE-TONE.

Depending on the type of writing, there is a possibility of adding new sections as well as regular sections, but not all sections will be effective on a regular basis. In order to inform the readers about the various updates of ASHVAMEDH eZINE, the readers who are subscribing to the site of ASHVAMEDH eZINE will be kept in touch through email, messenger or WhatsApp at various times.

The information provided by the reader/user will not be used for any other purpose by ASHVAMEDH eZINE which is protected by Google’s policies. In this case, if any reader/user are reluctant to receive any news of ASHVAMEDH eZINE, he can raise his objection.


Logo-Middle-Tone-web.