Posted inকবিতা মৃন্ময় চক্রবর্তী কবিতা/মৃন্ময় চক্রবর্তী জলের মিনার ও অন্যান্য কবিতা ১. খুদকানা গাছভর পাখি হয়েছে। মাঝে মাঝে ছিটকে ছিটকে উড়ছে নীল ফটিকে। যেন সুতোধরা বেলুন একেকখানা। আলো, কাঁচা পয়সার গড়ানো ফল। কুড়োতে গেলেই জলে গুলে…